চট্টগ্রাম শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ডিউটি শেষে ফেরার পথে চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক

২ জানুয়ারি, ২০২৬ | ৪:২৬ অপরাহ্ণ

রাতে ডিউটি শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য নিহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্যের নাম মুবিনুল ইসলাম নয়ন (২৮)। তিনি সিএমপিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নয়ন কক্সবাজারের চকরিয়ার কালা মিয়া সওদাগরের বাড়ির বুড়ি পুকুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালী থানার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন নয়ন। পথে কদমতলী আর্টমাচ মোড়ে পৌঁছালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত একটি ময়লার ড্রাম ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট