চট্টগ্রাম শুক্রবার, ০২ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর যোগদান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের যোগদান

হাটহাজারী সংবাদাদাতা

১ জানুয়ারি, ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শিক্ষা বোর্ডে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ, সচিব অধ্যাপক একেএম সামছু উদ্দিন আজাদসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে ১ মিনিট নীরবতা পালন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া শিক্ষার্থী বন্ধ এবং শিক্ষক-শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়তে কাজ করবেন। সবাইকে সঙ্গে নিয়ে বোর্ডের বিদ্যমান সমস্যার সমাধান করে শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা হবে।

জানা যায়, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এছাড়াও গড়দুয়ারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও হাটহাজারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (সরকারি কলেজ–২) তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত পরিপত্রে তাঁকে নিয়োগ দেয়া হয়।

পূর্বকোণ/এএইচসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট