
চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে নগরভবনে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে চসিক এলাকায় ব্যাপক হারে কুকুরের গণটিকাদান (এমভিভি) কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় বক্তারা বলেন, নিয়মিত টিকাদানের মাধ্যমে নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমানো সম্ভব হবে।
এতে সভাপতিত্ব করেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা। প্রধান অতিথি ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।
সভায় আরও বক্তব্য দেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকরা।
পূর্বকোণ/এএইচসি/এএইচ