
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) পটিয়া উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং অফিসার বিদ্যুৎ বরণ দেবের হাতে সৈয়দ সাদাত আহমেদের পক্ষে মনোনয়ন ফরম জমা দেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলে পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কলিম উল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপি নেতা হাজী দীন মোহাম্মদ, কেলিশহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, মোহামম্দ মামুন,শওকত হোসেন, বেলাল হোসেন, সাখাওয়াত হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতারা।
পূর্বকোণ/আরআর/পারভেজ