মনোনয়ন পেয়ে যা বললেন বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান
আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। মনোনয়ন পেয়ে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন-
‘ছয় দিন আগের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি যেমনই হো ক, আপনাদের প্রতি আমার প্রতিটি আর্তি ও নিবেদন একই রয়ে গেছে।
গভীর কৃতজ্ঞতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি—যিনি আজও অসুস্থ শয্যায় থেকেও জাতির জন্য এক অবিরাম প্রেরণার উৎস। ‘বিশেষ’ ‘বিশেষ’ ‘বিশেষ’ কৃতজ্ঞতা আমাদের নেতার প্রতি, যার দিকে আজ সারা দেশ তাকিয়ে আছে, সাথে আমিও—“সবার আগে বাংলাদেশ”-এর স্থপতি, অবিসংবাদিত জননেতা জনাব তারেক রহমান।
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমার নীরব যোদ্ধা পিতা, প্রয়াত আবদুল্লাহ আল নোমানের প্রতি—‘নেতা গড়ার কারিগর’ হিসেবে খ্যাত সেই রাজনীতিজ্ঞ, যার কাছ থেকে আমার মতো আরও অনেকের শেখার ছিল অনেক কিছু; দুর্ভাগ্য আমাদের সবার; একই সঙ্গে আমার আম্মা, প্রফেসর তাসমিন আরা নোমান—কীভাবে যে বোঝাব, তোমাদের দুজনের ত্যাগ ও অবদানের কারণেই তো আজ আমি এখানে দাঁড়িয়ে আছি!
পাশাপাশি আমার মুরুব্বিয়ানদের প্রতিও রইল অশেষ কৃতজ্ঞতা—বাবা চলে যাওয়ার পরও যারা স্নেহ, ভালোবাসা ও দিকনির্দেশনায় আমাকে নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছেন।
সর্বোপরি, মহান সৃষ্টিকর্তা—হে মালিক পরওয়ারদিগার, আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা, আপনিই একমাত্র সম্মান দানকারী ও সম্মান হরণকারী। আপনার কাছেই আমার সকল কিছু সমর্পিত!’
পূর্বকোণ/পারভেজ