চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫ | ১২:১৪ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরীর প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক।

 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ওই ঘোষণায় তিনি এনসিপির সকল পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচন না করার কথা বলেছেন।

 

একই পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন।

মীর আরশাদুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। গত ১০ মাসের অভিজ্ঞতায়  প্রতীয়মান হয়েছে দলটি সে প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। এই দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই আমি মনে করি। এই ভুল পথে আমি চলতে পারি না।

 

 

নিজের  ফেসবুক পোস্টে তিনি জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন। জুলাইয়ে ১৪০০ এর বেশি শহীদ ও হাজারো আহতের আত্মত্যাগের পরও একটি শান্তিপূর্ণ ও ন্যায্য বাংলাদেশ তিনি দেখতে পাননি বলে মনে করেন। এ ক্ষেত্রে এনসিপিও ব্যর্থ হয়েছে।

 

মীর আরশাদুল হক বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং মুক্তিযুদ্ধকে ঘিরে বিতর্ক তৈরির প্রবণতা উদ্বেগজনক।  এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গণতান্ত্রিক উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।

 

তিনি আরও বলেন,  দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের কোনো বিকল্প নেই। তারেক রহমানের বক্তব্য ও কার্যক্রম পর্যালোচনা এই মুহূর্তে  ধারণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তারেক রহমানের রয়েছে।

 

স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থানসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে তারেক রহমানের স্পষ্ট ভিশন আমাকে আকৃষ্ট করেছে। তরুণদের উচিত হবে পপুলিজমে প্রভাবিত না হয়ে দেশের ভবিষ্যৎ ও সামগ্রিক কল্যাণের কথা বিবেচনা করে জনকল্যাণমূলক রাজনীতিকে সমর্থন দেওয়া।

 

বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান দেশে ফিরে আসায় তাকে স্বাগত জানিয়েছেন। ব্যক্তিগতভাবে তারেক রহমানের ভিশনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট