চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

প্রবাসীদের সেবায় নিরলস প্রচেষ্টার জন্য সম্মাননা পেল আশ ফাউন্ডেশন

প্রবাসীদের সেবায় নিরলস প্রচেষ্টার জন্য সম্মাননা পেল আশ ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৫ | ৯:০৫ অপরাহ্ণ

প্রবাসীদের সেবায় নিরলস প্রচেষ্টার জন্য সম্মাননা পদক পেল প্রবাসীদের কল্যাণে কাজ করে যাওয়া সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে অভিবাসী এবং প্রবাসী দিবস উপলক্ষে সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের হাতে এই সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন।

একইদিন সকাল ১১টায় নগরীর আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে জব ফেয়ারের আয়োজন করা হয়। এতে স্টল নিয়ে সেবা দেয় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাস ফেরত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করে, যেখানে তাদের জন্য বিনামূল্যে এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সেবা, জরুরি অ্যাম্বুলেন্স সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

পূর্বকোণ/ কেএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট