
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে স্বীকৃতি দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সিআইপি স্বীকৃতি পাওয়া ৩৩ জনই চট্টগ্রামের। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর জন্য তিন শ্রেণিতে ২০২৬ সালের জন্য সিআইপি নির্বাচিত হয়েছেন তাঁরা।
দেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি শ্রেণিতে সিআইপি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী কল্লোল আহমদ। তাঁর বাড়ি সিলেটে।
বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি শ্রেণিতে সিআইপি হয়েছেন সৌদি আরবপ্রবাসী আবদুল করিম, অস্ট্রেলিয়াপ্রবাসী মো. শহীদুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী গোলাম মতুর্জা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রবাসী মোহাম্মদ রুবেল এবং হংকংপ্রবাসী শাহনাজ মাহমুদ।
এ ছাড়া সিআইপি হয়েছেন মোহাম্মদ ওসমান গণি (ইউএই), মোহাম্মদ এনায়েতুর রহমান (যুক্তরাষ্ট্র), মোহাম্মদ মহিউদ্দিন (ইউএই), মো. শাহেদুজ্জামান (সিঙ্গাপুর), মুহাম্মদ আবুল বশর (ইউএই), সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন (হংকং), মো. জসিম উদ্দীন (কাতার), তাহসিন উদ্দিন খান (যুক্তরাজ্য), মোহাম্মদ মুজিবুর রহমান (ইউএই), আবদুল গনি (সৌদি আরব), মো. সামছুজ্জামান (ইউএই), আবদুল করিম (ইউএই), মোহাম্মদ শফিউল আলম (ইউএই), আজিমুল হক (ওমান), রাফান সিরাজ (কানাডা), মোহাম্মদ সাইফুল ইসলাম (ইউএই), ওমর ফারুক চৌধুরী (কাতার), মোহাম্মদ মহিউদ্দীন তালুকদার (ইউএই), মো. সাদ্দাম হোসেন নাঈম (অস্ট্রেলিয়া), মোহাম্মদ কামরুল হাসান (ইউএই), সুলতান মাহমুদ (জাপান), মোহাম্মদ সিফাতউল্লাহ (ইউএই), ফরিদুল আলম (ইউএই), মোহাম্মদ হাসান মোরশেদ (ইউএই), শফিকুল ইসলাম রাহী (ইউএই), মুহাম্মদ ইকবাল হোসেন (মালয়েশিয়া), নীরু শাসছুন নাহার (যুক্তরাষ্ট্র), আফতাব উদ্দিন (ওমান), জাহিরুল ইসলাম (যুক্তরাজ্য), মো. রফিকুল ইসলাম (ইউএই), জয়নাল আবেদীন (ইউএই), এ কে এম গোলাম কিব্রীয়া (যুক্তরাজ্য), মোহাম্মদ শহিদুল ইসলাম (ইউএই), কাজী শাহ আলম (সুইডেন), আমিন আহম্মেদ খোন্দকার (সুইজারল্যান্ড), মো. আতিকুর রহমান (ইউএই), নুর মোহাম্মদ (ওমান), মোহাম্মদ নজরুল ইসলাম (ইউএই), মুহাম্মদ আবদুল মান্নান (ওমান), শাহ এম নেওয়াজ (যুক্তরাষ্ট্র), ফাহিম আহমদ (ইউএই), মোহাম্মদ আমিনুল হক (ইউএই), শফিকুল ইসলাম (ইউএই), মোহাম্মদ সেলিম উদ্দিন (ইউএই), মোহাম্মদ জাফর (ইউএই), মো. ওসমান আলী (ইউএই), নূর নবী (ইউএই), মোহাম্মদ খালেদ (ইউএই), মোহাম্মদ খালেদ (ইউএই), মো. আবুল হাসেম (ইউএই), মো. মহিউদ্দীন বহদ্দা চৌধুরী (যুক্তরাজ্য), নিজাম উদ্দীন (ইউএই), কাজী সারোয়ার হাবিব (জাপান), মোহাম্মদ সেলিম (ইউএই), রাশেদুল হাসান (ইউএই), মোহাম্মদ মাহাবুল আলম (ইউএই), মোহাম্মদ আবছার উদ্দীন (ইউএই), মোহাম্মদ তৌফিকুজ্জামান তৌফিক (ওমান), মো. ইলিয়াছ (ইউএই), মাইন উদ্দিন (কাতার), মঈন হোসেন (ইউএই), রনি ভূঁইয়া (মালয়েশিয়া), রুকন উদ্দিন (ইউএই), শেখ আবদুল আজাদ (ইউএই), কাইয়ুম হোসেন (সৌদি আরব), সাফফাত বিন আজাদ (অস্ট্রেলিয়া), মাইন উদ্দিন (সিঙ্গাপুর), মো. মনজুরুল হক চৌধুরী (ইউএই), মোহাম্মদ মিজানুর রহমান (কাতার), মো. আল আমিন (ইউএই) এবং নুরুল আমিন (ওমান)।
পূর্বকোণ/আরআর/পারভেজ