
ডবলমুরিং থানার কনস্টেবল মোজাম্মেল হক চট্টগ্রাম আদালতের বারান্দায় ‘স্ট্রোক’ করে ঢলে পড়ে মৃত্যুবরণ করেছেন। আজ বুধবার বিকেলের এ ঘটনায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মোজাম্মেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। এ দিকে হঠাৎ পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় আদালতপাড়ায় কর্মরত পুলিশ সদস্যদেরর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে পুলিশ সদস্যরা মোজাম্মেলকে দেখতে হাসপাতালে ছুটে যান।
পূর্বকোণ/আরআর/পারভেজ