চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আগ্রাবাদ হোটেলের প্রাক্তন চেয়ারম্যান এইচ. এম. খোরশেদ আলীর ইন্তেকাল

আগ্রাবাদ হোটেলের প্রাক্তন চেয়ারম্যান এইচ. এম. খোরশেদ আলীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হোটেলের প্রাক্তন চেয়ারম্যান এইচ. এম. খোরশেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯১ বছর।

 

মৃত্যুকালে তিনি তার সহধর্মিণী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের প্রথম জানাজা গতকাল বাদ আসর আগ্রাবাদ হোটেলের সম্মুখ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আজ সোমবার বাদ মাগরিব নগরীর কদম মোবারক মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেখানেই মরহুমকে দাফন করা হবে।

 

মো. এইচ. এম. খোরশেদ আলী তার কর্মময় জীবনে একাধিক শিল্প-কারখানা ও প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার দূরদর্শী নেতৃত্ব ও মানবিক গুণাবলি তাকে সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধেয় করে তুলেছে।

 

মরহুমের পরিবারবর্গ এবং আগ্রাবাদ হোটেলের সকল কর্মকর্তা-কর্মচারী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট