চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

৩ দিনব্যাপী বিজয় মেলা সিআরবিতে শুরু

৩ দিনব্যাপী বিজয় মেলা সিআরবিতে শুরু

অনলাইন ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৪ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর সিআরবিতে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে সিআরবিতে এই মেলার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন প্রমুখ।

এবার বিজয় মেলায় ৩২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। নান্দনিক চারু ও কারুশিল্প, চট্টগ্রামের স্থানীয়ভাবে উৎপাদিত রকমারি শিল্পপণ্য এবং ঐতিহ্যবাহী কুটির শিল্পের সমাহার নিয়ে স্টলগুলো বসেছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।

পূর্বকোণ/ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট