চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত যুবকের খুনের ঘটনায় গ্রেপ্তার ২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত : চট্টগ্রামে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৫ | ১২:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক ইসমাইল হোসেন (৩২) নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছ র‌্যাব-৭।

 

গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারা উপজেলার শুয়া বাপের বাড়ি এলাকার বিনু বৈদ্যের ছেলে রুবেল বৈদ্য (৩১) ও পটিয়া উপজেলার দক্ষিণ রতননাথের ছেলে মালিয়ারা এলাকার রাজু নাথ (৩৮)।

 

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে পাকা রাস্তার উপর হতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গত ২৮ নভেম্বর রাতে ইসমাইল সাইকেল চালিয়ে লালদিঘি এলাকা থেকে ফিরিঙ্গি বাজারের দিকে যাচ্ছিলেন। জেলা পরিষদ ভবনের বিপরীতে কোতোয়ালী মোড়মুখী সড়কে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইসমাইল গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা আক্তার ফারজানা বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোডস্থ ইয়াকুবনগর লইট্টাঘাটা শাহজালাল ইবাদত খানার সামনে পাকা রাস্তার উপর হতে এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃতে দুইটি টিপছোরা, একটি কালো রঙের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট