
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলে- মাগুরার গোপীনাথপুরের অভিজিৎ সরকারের ছেলে সীমা বিশ্বাস (৩৩) ও একই জেলার সদর থানার সংকোচখালী এলাকার আল আমিন হোসেনের ছেলে রুপালী খাতুন (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী ট্রেনযোগে কক্সবাজার থেকে মাদক নিয়ে চট্টগ্রামে আসছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টায় রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্দেহভাজন দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা দুটি ব্যাগ থেকে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। গ্রেপ্তার দুই নারীকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ