
চট্টগ্রামের ২নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ‘বীর চট্টলার ছাত্রজনতা এবং জুলাইয়ে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন।শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের ২নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যানে তারা বিক্ষোভ শুরু করেন।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের ২নং গেইট সংলগ্ন বিপ্লব উদ্যান থেকে শুরু হয়ে ওয়াসার মোড় প্রদক্ষিণ করে আবার ২ং গেইট বিপ্লব উদ্যানে বিক্ষোভ মিছিলে করেছেন বীর চট্টলার ছাত্রজনতা এবং জুলাইয়ে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন।
প্রতিবাদকারীরা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, এই হামলার পেছনে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে দেড় বছর পর এসেও জুলাইয়ের সম্মুখ সারির নায়কের ওপর হামলা মানে পুরো বাংলাদেশের ওপর হামলা। দিনদুপুরে ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলার ঘটনায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবেও তিনি আলোচনায় আসেন।
‘বীর চট্টলার ছাত্রজনতা’র এই ব্যানারে বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় যুবশক্তি, আপ বাংলাদেশ, খেলাফতে মজলিস এবং উসমান হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন।
পূর্বকোণ/আরআর/পারভেজ