চট্টগ্রাম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

টেলিস্কোপে চাঁদ-তারায় চোখ, উৎসবমুখর চবি

তরুণদের গবেষণায় আগ্রহী করতে বিশেষ আয়োজন

টেলিস্কোপে চাঁদ-তারায় চোখ, উৎসবমুখর চবি

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২৫ | ২:৪১ অপরাহ্ণ

রাতের আকাশের অজানা বিস্ময়কে আরও কাছে টেনে আনল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বুধবার (১০ ডিসেম্বর) ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরপুর হয়ে উঠেছিলএস্ট্রোনমি টকস এন্ড স্কাই অবজারভেশন ২.০’ আয়োজন। বিজ্ঞানভিত্তিক এই অনুষ্ঠানে আলোচনা, কুইজ প্রতিযোগিতা আর টেলিস্কোপে আকাশ দেখার মুহূর্ত মিলেমিশে তৈরি হয়েছে এক অনন্য বিজ্ঞান উৎসবের।

 

চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ও জ্যোতির্বিজ্ঞান সংগঠন ‘দূরবীন- দূর বিশ্বের নাগরিক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিকেলের প্রথম পর্বে আইন অনুষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় বিজ্ঞানবিষয়ক আলোচনা ও কুইজ। দিনশেষে সন্ধ্যা নামতেই কেন্দ্রীয় খেলার মাঠে সারিবদ্ধ টেলিস্কোপের সামনে ভিড় করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। চাঁদের গর্ত, দৃশ্যমান গ্রহ, নক্ষত্রমণ্ডল- সবকিছুই হাতে-কলমে দেখার সুযোগ পেয়ে অনেকেই প্রথমবারের মতো মহাকাশকে অনুভব করেন আরও কাছ থেকে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন। তিনি বিজ্ঞানচর্চাকে শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না রেখে পরীক্ষাগার উন্নয়ন, হাতে-কলমে প্রয়োগ ও পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, যে জাতি বিজ্ঞানচর্চায় এগিয়ে যায়, তার ভবিষ্যৎও এগিয়ে যায়। গবেষণা ও নতুন ধারণা তৈরির পরিবেশ বিশ্ববিদ্যালয় থেকেই গড়ে তুলতে হবে।

 

অনুষ্ঠানের কি-নোট স্পিকার হিসেবে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব ‘বিশ্বতত্ত্ব: আধুনিক বিজ্ঞানে প্রাচীন জিজ্ঞাসা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনায় আরও অংশ নেন জামাল নজরুল ইসলাম ভৌত বিজ্ঞান ও গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী এবং সিইউআরএইচএসের ডেপুটি মডারেটর ড. মো. মাহবুব হাসান। এ ছাড়াও বক্তব্য রাখেন সিইউআরএইচএস এর সভাপতি সানজিদা হক প্রিমা, সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, চাকসুর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ ও গবেষণা-উদ্ভাবন সম্পাদক তানভীর আনজুম শোভন। অনুষ্ঠান পরিচালনা করেন ঐন্দ্রিলা বড়ুয়া।

 

আয়োজকরা জানান, আলোচনা, কুইজ ও তারাভরা আকাশ, সব মিলিয়ে সন্ধ্যার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ যেন রূপ নেয় এক ক্ষুদে অবজারভেটরিতে। মহাকাশ নিয়ে তরুণদের কৌতূহল, প্রশ্নোত্তর আর পর্যবেক্ষণের ভিড়ে পুরো আয়োজন পরিণত হয় উৎসবে। বিজ্ঞানচিন্তার নতুন জানালা খুলে দেওয়া এই আয়োজন অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন ধরে থাকবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট