
চট্টগ্রামে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ‘লুমিনাল-এ’ টাইপের ক্যান্সার। যা হরমোনের প্রভাবে ধীরে বাড়ে এবং সময়মতো শনাক্ত হলে চিকিৎসায় ভালো সাড়া দেয়।
নতুন এক গবেষণায় আরও দেখা গেছে, রোগীদের অর্ধেকের বয়সই ৫০ বছরের নিচে। অর্থাৎ তরুণ ও মধ্যবয়সী নারীদের মধ্যেও এই ক্যান্সারের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। যা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। সম্প্রতি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার থেকে ৫০ জন হিস্টোপ্যাথোলজিক্যালি নিশ্চিত রোগীর টিস্যু নমুনা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
টিস্যু নমুনা বিশ্লেষণে দেখা গেছে, এই উপপ্রকারে আক্রান্ত রোগীর হার সবচেয়ে বেশি, ৩০ শতাংশ। এ ছাড়া ২৮ শতাংশ রোগীর ছিল লুমিনাল-বি টাইপ, ২২ শতাংশ ট্রিপল নেগেটিভ (টিএনবিসি) এবং ২০ শতাংশ এইচইআর-২ টাইপ। গবেষণায় পি-৫৩ জিন বিশ্লেষণে ৪২ শতাংশ রোগীর ক্ষেত্রে পাওয়া গেছে মিউট্যান্ট স্ট্যাটাস এবং ৫৮ শতাংশ ছিল ওয়াইল্ড টাইপ। গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো বয়স-সংক্রান্ত চিত্র। ৫০ রোগীর মধ্যে অর্ধেকের বয়সই ছিল ৫০ বছরের নিচে। তাদের মধ্যেও উল্লেখযোগ্য অংশ তরুণ ও মধ্যবয়সী। যাদের বয়স ছিল ২৮ থেকে ৪৯ বছর।
বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যান্সার সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়লেও চট্টগ্রামের এই তথ্য তরুণ বয়সী নারীদের জন্য নতুন সতর্কতা তৈরি করছে। গবেষকরা বলছেন, নমুনা পরীক্ষাটি ব্যয়বহুল হওয়ায় সব রোগীকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, ফলে প্রকৃত চিত্র আরও গভীর হতে পারে।
চিকিৎসকদের ভাষায়, ‘লুমিনাল’ বলতে স্তন ক্যান্সারের এমন একটি ধরনকে বোঝানো হয়, যা নারী হরমোনের ওপর নির্ভর করে বৃদ্ধি পায়। এই ক্যান্সারের কোষে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন রিসেপ্টর থাকে। যা হরমোন গ্রহণ করে ক্যান্সারকে বাড়তে সাহায্য করে। লুমিনাল-এ টাইপ তুলনামূলকভাবে ধীরে বিকাশ লাভ করে এবং সময়মতো শনাক্ত হলে চিকিৎসার সাফল্যের সম্ভাবনা বেশি থাকে। তাই নিয়মিত স্ক্রিনিং, সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে পরীক্ষা করানো অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক ডা. শেফাতুজ্জামান বলেন, নমুনা পরীক্ষায় ৫০ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে, যাদের বয়স ২৮ থেকে ৮৫ বছরের মধ্যে। এর অর্ধেকই ৫০ বছরের নিচে। যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। তরুণ নারীদের মধ্যে লুমিনাল-এসহ হরমোন-নির্ভর ক্যান্সারের উপস্থিতি রোগ শনাক্তে নতুন কৌশল ও স্ক্রিনিং পদ্ধতির প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে।
গবেষক এবং চিকিৎসকদের অভিমত, চট্টগ্রামের নারীদের স্তন ক্যান্সারের সাব-টাইপ, বয়সভিত্তিক ঝুঁকি ও জিনগত বৈশিষ্ট্য নিয়ে এই গবেষণা ভবিষ্যতে চিকিৎসা পরিকল্পনা, স্ক্রিনিং নীতি এবং রোগ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পূর্বকোণ/ইবনুর