
কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে রাউজান-রাঙ্গুনিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে । বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন বিরোধী ছাত্র আন্দোলনের নগর কমিটির সংগঠক তাওহিদ আলিফ, যুগ্ম সদস্য সচিব ইম্মি সজিব, সাধারণ ছাত্রদের পক্ষে মো. আহাদ ফারহান, মোস্তাকিম, শিফাত, রাহি ও জায়েদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, রাউজান–রাঙ্গুনিয়া সড়কে ওভারলোড ড্রাম ট্রাক চলাচলের কারণে ভোগান্তি চরমে পৌঁছেছে স্থানীয়দের। অবিলম্বে বালু উত্তোলন ও ড্রাম ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা। রাজনৈতিক আধিপত্য বিস্তার, বালু উত্তোলন নিয়ে প্রতিনিয়ত এই দুই উপজেলায় সন্ত্রাসীদের অপতৎপরতায় আতঙ্কে থাকে বাসিন্দারা। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা চান এলাকাবাসী।
পূর্বকোণ/আরআর/পারভেজ