
চট্টগ্রাম বন্দরে দিনে দুই কোটি টাকার যে চাঁদাবাজির কথা নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, সেই চাঁদাবাজ কারা, তা উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) জনসংযোগ শাখার হোয়াটস অ্যাপ গ্রুপে দেওয়া ভিডিও বক্তব্যে মেয়র এ বিষয়ে কথা বলেন।
সিসিসির জনসংযোগ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভিডিও বার্তাটি মেয়রের সম্মতিতে হোয়াটস অ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন।
ভিডিও বক্তব্যে মেয়র বলেন, “নৌ পরিবহন উপদেষ্টা সাহেব সম্প্রতি একটা কথা বলেছেন। সেই প্রেক্ষাপটে আমি বলছি। যেহেতু ওই কথাতে সেদিন ইলেকট্রনিক মিডিয়াতে এ ধরনের এসেছে যে, মেয়রদের চোখ সব সময় বন্দরের দিকে। রক্ষক সবসময় ভক্ষক হয়ে যায়।
“তো সেই প্রেক্ষাপটে আমি নৌ পরিবহন উপদেষ্টাকে ফোন করেছিলাম। উনি বলেছেন যে, বিগত মেয়রদের কথা উনি বলেছেন; বর্তমান মেয়রের কথা উনি বলেননি।”
মেয়র শাহাদাত বলেন, “তবে উনার আরেকটি কথা, যেখানে চট্টগ্রামবাসীর জিজ্ঞাস্য এবং মেয়র হিসেবে অবশ্যই আমি সেটা জিজ্ঞাসা করতে পারি। উনি দুই থেকে আড়াই কোটি টাকার একটা চাঁদার কথা বলেছেন। দৈনিক বন্দর থেকে কারা নাকি চাঁদাবাজি করছে। আমরা স্পষ্ট জানতে চাই, কারা সেখানে চাঁদাবাজি করছে।”
মেয়র বলেন, “এখানে দুই কোটি টাকাও যদি চাঁদাবাজি হয় প্রতিদিন, তাহলে মাসে হবে ৬০ কোটি টাকা; বছরে হবে ৭২০ কোটি টাকা। কাজেই কারা এই চাঁদাবাজি করছে? উনি (নৌ পরিবহন উপদেষ্টা) নাম দিক।
“আমি মেয়র হিসেবে ঘোষণা করছি, আমরা চট্টগ্রামবাসীকে নিয়ে সেসব চাঁদাবাজকে প্রতিহত করব।”