চট্টগ্রাম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শীতে তাড়িত হিমালয়ান গৃধিনী শকুন সাতকানিয়ায় উদ্ধার

শীতে তাড়িত হিমালয়ান গৃধিনী শকুন সাতকানিয়ায় উদ্ধার

সংবাদদাতা সংবাদদাতা

১০ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া থেকে একটি পরিযায়ী শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শকুন পরিযায়ী ‘হিমালয়ান গৃধিনী’ নামে পরিচিত। শীত মৌসুুমে শকুনের মতো অনেক পরিযায়ী পাখি বাংলাদেশ ছুটে আসে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর কাঞ্চনা এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ ও খাদ্যসংকটের কারণে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্ত। পরিযায়ী ‘হিমালয়ান গৃধিনী’ শকুন শীত শুরু হলে অন্যান্য পরিযায়ী পাখির মতো ভারত, নেপাল, ভুটান ও তিব্বত অঞ্চলের পাহাড় থেকে দক্ষিণ দিকে নেমে আসে। তখন বাংলাদেশেও দেখা যায়। এটির দৈর্ঘ্য প্রায় ৯৫ থেকে ১২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। একেকটি ডানা ২ দশমিক ৫০ মিটার থেকে ৩ দশমিক ১ মিটার পর্যন্ত হয়ে থাকে।

সাতকানিয়ার মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, দীর্ঘ পথ ওড়ার পর খাবার না পেয়ে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে মাদরাসা ছাত্ররা আমাদের খবর দিলে শকুনটি উদ্ধার করি। প্রায় আট কেজি ওজনের উদ্ধার হওয়া শকুনটির ডান পা নেই। আমরা শকুনটিকে খাবার দিয়েছি। এখন মোটামুটি সুস্থ, তবে উড়ে যাওয়ার সক্ষমতা নেই। বুধবার সেটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হবে। সেখানে পরিচর্যা শেষে অবমুক্ত করা হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট