
চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানিকৃত পেঁয়াজ অধিক মূল্যে বিক্রি করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
তিনি জানান, আমদানিকৃত পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় সততা বাণিজ্যালয়কে ৫০ হাজার ও গ্রামীণ বাণিজ্যালয়কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অন্যান্য পাইকারি বিক্রেতাকে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির জন্য সচেতন করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এএইচ