চট্টগ্রাম বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বাঙালির শৌর্যের প্রতীক অপারেশন জ্যাকপট

বাঙালির শৌর্যের প্রতীক অপারেশন জ্যাকপট

পূর্বকোণ ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

রাতের আঁধারে ডুবসাঁতার দিতে দিতে একেবারে লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানো। স্থির কোনো জলাশয় নয়, একেবারে উত্তাল কর্ণফুলীতে। এরপর মাইন বেঁধে দেওয়া জাহাজের গায়ে। অতঃপর আধা ঘণ্টার মধ্যে নিরাপদ স্থানে চলে যাওয়া। শেষে বিকট শব্দে বিস্ফোরণ। কল্পনা নয়, ১৯৭১ সালে সত্যি এ রকম নিখুঁত অভিযান চালিয়েছিলেন বাংলার নৌ মুক্তিসেনারা।

 

এই অপারেশনের নাম ছিল অপারেশন জ্যাকপটমুক্তিযোদ্ধাদের এমন সফল অভিযান সাড়া ফেলে দিয়েছিল পুরো বিশ্বে। মুক্তিকামী বাঙালির দাবির প্রতি বিশ্ববাসীও সজাগ হয়ে ওঠে। শত্রুপক্ষ পাকিস্তানের মনোবলে দারুণ আঘাত করেছিল অপারেশন জ্যাকপট। শুধু চট্টগ্রাম নয়, ১৯৭১ সালের ১৬ আগস্ট প্রথম প্রহরে দেশের আরও তিন স্থানে একই নামে নৌ কমান্ড অভিযান চলে। বাকিগুলো হলো মোংলা সমুদ্রবন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জের নদীবন্দরে অভিযান।

 

সফলতার অন্যতম কারণ হলো অভিযানে পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা অস্ত্র, খাদ্য ও তেলবাহী ২৬টি জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। এবং এই গেরিলা অভিযানে অংশগ্রহণকারী অসমসাহসী কোনো মুক্তিযোদ্ধা শত্রুপক্ষের হাতে ধরা পড়েননি। তাই যুদ্ধ চলাকালীন বাঙালির শৌর্যের প্রতীক হয়ে উঠেছিল অপারেশন জ্যাকপট। এখনো সেই কীর্তিগাথার সাক্ষী কর্ণফুলী পারের চট্টগ্রাম।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট