চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে চার দাবিতে বিজেএমসি কর্মকর্তা-কর্মচারীদের গেট মিটিং

চট্টগ্রামে চার দাবিতে বিজেএমসি কর্মকর্তা-কর্মচারীদের গেট মিটিং

নিজস্ব প্রতিবেদক

৯ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৪ অপরাহ্ণ

বিজেএমসি নিয়ন্ত্রিত বিভিন্ন পাটকলের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা প্রদান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক পরিশোধ নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম অঞ্চলের মিলগুলোতে গেইট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

বিজেএমসি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় আমিন, হাফিজ, গুল আহমেদ, বিডিসিএফ, গালফ্রা হাবিব, আরআর, এমএম, মিল ফার্নিশিং এবং কেএফডি জুট মিলের কর্মকর্তা-কর্মচারীরা একযোগে এই কর্মসূচিতে অংশ নেন।

 

গেইট মিটিং থেকে উত্থাপিত দাবিসমূহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বরাবর স্মারকলিপির মাধ্যমে প্রেরণ করা হয়। স্মারকলিপিতে বিজেএমসি’র জরুরি আর্থিক সংকট নিরসনে সরকারের বিশেষ হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

 

তবে বিষয়টি এখনও উল্লেখযোগ্য অগ্রগতি না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা চার দফা দাবি পুনর্ব্যক্ত করেন। দাবিগুলো হল- বিজেএমসি নিয়ন্ত্রিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি নিয়মিত পরিশোধের লক্ষ্যে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিক পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় বরাদ্দ অনুমোদন, বিজেএমসি’র উদ্বৃত্ত জনবল অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে আত্মীকরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিজেএমসি’র নিজস্ব অফিস ভবন নির্মাণের জন্য নির্ধারিত “করিম চেম্বার” ভবন অর্থ মন্ত্রণালয়ের নিকট হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করে, তা বিজেএমসি’র অফিস কাম বাণিজ্যিক ভবন নির্মাণে ব্যবহারের অনুমতি প্রদান।

 

অংশগ্রহণকারীরা জানান, বকেয়া বেতন-ভাতা ও আনুতোষিক পরিশোধে দীর্ঘসূত্রতা কর্মকর্তা-কর্মচারীদের জীবনে চরম ভোগান্তি তৈরি করেছে। দ্রুত সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট