চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বায়েজিদে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২৫ | ৯:২৭ অপরাহ্ণ

খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় চট্টগ্রামের বায়েজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ নভেম্বর) বাদ জুমা বায়েজিদ চৌধুরী নগর মসজিদে ৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৪৪নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব জাফর আহমদ খোকন সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন।

ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফের সার্বিক সহযোগিতায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মো. মামুন উদ্দিন, যুগ্ম সম্পাদক আয়ুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. মাইনউদ্দিন, সদস্য মো. ইসমাইল, সাবেক সদস্য মো. সিদ্দিক থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আবু সুপিয়ান সুমন ও সদস্য মো. আলমগীর, যুবদল নেতা মো. খোকনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিল শেষে উপস্থিত নেতারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ নন, তিনি গণতান্ত্রিক চেতনার প্রতীক। তাঁর সুস্থতা জাতীয় রাজনীতির জন্যও অপরিহার্য।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট