
ঢাকায় মিরপুর জাতীয় চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ডেইজি নামের সিংহীকে খাঁচায় ফেরানো হয়েছে। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে খাঁচা থেকে বেরিয়ে যায় ডেইজি। এরপর দর্শনার্থীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর সিংহীটি খাঁচায় ফেরানো হয়।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রফিকুল ইসলাম বলেন, ‘সিংহীটি খাঁচা থেকে বের হয়ে গেছে। তবে এটি এখনো চিড়িয়াখানায় ৬ ফুট উচ্চতার নেটের ভেতরেই আছে। আমরা ইতোমধ্যে এই সিংহীকে চেতনানাশক দিয়েছি। সিংহীটি অচেতন হয়ে গেলে আবার খাঁচায় ফিরিয়ে আনা হবে।’
‘তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি অচেতন হতে ১৫-২০ মিনিট সময় লাগতে পারে,’ সন্ধ্যা ৭টার দিকে বলেন তিনি।
পূর্বকোণ/আরআর/পারভেজ