
চট্টগ্রাম নগরের সিডিএ আবাসিক এলাকায় কাস্টমসের দুই কর্মকর্তার প্রাইভেট কারে চাপাতি দিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সংঘটিত এ ঘটনায় গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মকর্তাদের গুলি করার হুমকি দেওয়া হয়।
গাড়িতে থাকা চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন অল্পের জন্য রক্ষা পান।
ভুক্তভোগী আসাদুজ্জামান বলেন, অফিসে যাওয়ার পথে তিন ব্যক্তি আমাদের গাড়ি থামায়। সঙ্গে সঙ্গে গাড়ির কাচ ভাঙতে শুরু করে। একজন আরেকজনকে বলে, গুলি কর, গুলি কর। আমরা দৌড়ে একটি গলিতে ঢুকে প্রাণে বাঁচি।
তিনি বলেন, তারা নিয়মিত বিভিন্ন অনিয়ম চিহ্নিত করে প্রতিদিন ১০-১২টি মামলা দায়ের করেন। এজন্য অতীতে হুমকি পেয়েছেন এবং কাজ থেকে সরে দাঁড়াতেও চাপ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আলামত সংগ্রহ করছি। তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করা হবে।’
এর আগে গত ৬ অক্টোবর হুমকি পাওয়ার পর বন্দর থানায় একটি জিডি করেন কর্মকর্তা আসাদুজ্জামান।
পূর্বকোণ/কেএইচ