চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

রোটারি ক্লাবের ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ও চার্টার নাইট উদযাপন

রোটারি ক্লাবের ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ও চার্টার নাইট উদযাপন

বিজ্ঞপ্তি

১ ডিসেম্বর, ২০২৫ | ৪:৩৪ অপরাহ্ণ

‘সেইফ দ্যা ফিউচার’ স্লোগানকে সামনে রেখে এবং তরুণদের সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসার জন্য রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাটের ‘ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ২০২৫ ও চার্টার নাইট’অনুষ্ঠিত হয়েছে।

 

রোটারি ক্লাবের প্রেসিডেন্ট এএকেএম শহিদ উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 

চট্টগ্রামের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৭টি মেধাবী তরুণ উদ্যোক্তা দল তাদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন করেন। উপস্থিত বিচারক মণ্ডলীর মাধ্যমে প্রথমে ৩৭টি ব্যাবসায়িক উদ্যোগের প্রস্তাব থেকে ৫টি দলকে চূড়ান্ত প্রতিযোগী হিসেবে বেছে নেওয়া হয়।

 

প্রতিযোগিতার পর্বে উপস্থিত ২৩ জন বিচারক এবং দর্শকদের মধ্যে প্রতিটি দল তাদের ইনোভেটিভ বিজনেস আইডিয়া উপস্থাপন করে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল হিসেবে বিবেচিত হয় রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন, যারা ব্যবহৃত ডেনিম জিন্সকে পুনঃব্যবহারযোগ্য করে ব্যবসায়িক পণ্য রূপান্তর করার প্রকল্প উপস্থাপন করেন।

 

প্রথম রানার-আপ হয় ‘সুগার সাইকেল’ টিম, রোটারেক্ট ক্লাব চিটাগাং ওয়াটারফল ও দ্বিতীয় রানার-আপ হিসেবে নির্বাচিত হন চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির ‘জ্যাকফুট টিম’।

 

গ্র্যান্ড ফাইনালের পরে চ্যাম্পিয়ন দলের প্রতিনিধি ইয়ামিন বলেন, আমি এবং আমার দল অনুপ্রাণিত হয়েছি ‘আমি অনুষ্ঠানে উপস্থিত বিচারক এবং চট্টগ্রামের স্বনামধন্য শিল্প উদ্যোক্তাদের সান্নিধ্যে আমাদের ব্যাবসায়িক প্রস্তাবনা উপস্থাপন করেছি। তারা অনেকেই আমাদের প্রকল্পে বিনিয়োগে আগ্রহী।

 

দ্বিতীয় রানার-আপ দলের প্রতিনিধি আনিসা বলেন, এটি আমাদের আইডিয়াকে বাস্তবে রূপান্তরিত করতে সহায়তা করবে। চট্টগ্রামে এটি প্রথম এ ধরনের উদ্যোগ যা আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের আগামীর ব্যবসায়িক যাত্রার জন্য মাইলফলক। এ ধরনের আয়োজন যেন প্রতিবছর অনুষ্ঠিত হয় তার জন্য আয়োজকদের অনুরোধ জানাচ্ছি। পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আমাদের ব্যবসায়িক উদ্যোগের প্রথম অর্থনৈতিক সমর্থন আমরা পেলাম। যেটা দিয়ে আমরা আমাদের ব্যাবসা শুরু করবো। এর জন্য রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্র্যাটকে ধন্যবাদ।

 

৩৭টি প্রতিযোগি টিম প্রতিযোগি টিম থেকে ৫টি চূড়ান্ত টিম বের করা ছিল সত্যিই চ্যালেন্জিং। প্রতিটি টিমের উপস্থাপনা ছিল অন্যন্ত দুর্দান্ত বলছিলেন বিচারক মন্ডলির সদস্য অধ্যাপক ড. আদনান মান্নান। বিচারক মন্ডলির সদস্য আরাফাত উদ্দিন দোলন (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) বলেন, অনেকদিক থেকে চট্টগ্রাম এগিয়ে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের করার অভিব্যাক্তি প্রকাশ এবং আয়োজকদের আহব্বান জানাচ্ছি।

 

বিচারকমণ্ডলির মধ্যে আরো উপস্তিত ছিলেন স্থপতি আশিক ইমরান (রুশ ফেডারেশন কনসাল জেনারেল) চট্টগ্রাম, প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন (প্রধান নির্বাহী কর্মকর্তা, রনকন এফসি প্রোপারটিস লিমিটেড) ইমতিয়াজ আলম এফসিএমএ (চেয়ারম্যান, ইনফিনিটিগ্রুপ) জনাব সালেহীন মুসফিক সাদাফ (ব্যবস্থাপনা পরিচালক, জিপিএইচ নির্মাণ প্রযুক্তি লিমিটেড) আহমেদ জিবরান (এজেড কনসালটেন্সি) রোটারিয়ান সাদমান সাইকা সেফা ( চেয়ারম্যান, পি-টু-পি পরিবার) মাহবুবুল কবির খান (চেয়ারম্যান, নাইট রাইডার) এম মনোয়ারুল হক, এফ সিএমএ, গ্রুপ সি এফ ও, (ফিনলে গ্রুপ), শামসুদ্দিন ইলিয়াস (ব্যুরো প্রধান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) জনাব গোলাম কিবরিয়া এফসিএমএ (প্রধান অর্থ কর্মকর্তা, প্রিমিয়ার সিমেন্ট ও সিকম গ্রুপ) নাজমুল ইসলাম (প্রধান অর্থ কর্মকর্তা, মার্স্ক বাংলাদেশ)।

 

ইনোভেটিভ বিজনেস আইডিয়া নিয়ে জানতে চাইলে ক্লাব চার্টার্ড প্রসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, আমাদের ক্লাব বিগত ২০১৯ এবং ২০২২ সালের তরুণদের নিয়ে আমাদের ক্লাবের সিগনেচার প্রজেক্ট ক্যারিয়ার ফিয়েস্তা আয়োজন করে এর ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। তরুণরাই আমাদের সমাজের এবং দেশের শক্তি, তরুণদের নিয়েই আমরা দেশকে এগিয়ে যেতে চাই। তরুণদের ব্যাবসায়িক উদ্যোগে এবং আইডিয়া যেন ফলপ্রসূ হয় তার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট।

 

প্রোগ্রাম চেয়ারের বক্তব্যে নোমান বিন জহির উদ্দিন বলেন, আমাদের লক্ষ ছিল একটা প্লাটফর্মে তরুণ উদ্যোক্ত এবং শিল্পউদ্যোক্তাদের মেলবন্ধন সৃষ্টি করা। আশাকরি আমরা তা পেরেছি। অনেক সময় তরুণদের মাঝে আইডিয়া থাকলেও পর্যাপ্ত অর্থের অভাবে ব্যাবসায়িক উদ্যোগ গুলো আর আলোর মুখে দেখেনা, আমরা প্রতিযোগিতায় অংশ নেওয়া উদ্যোতাদের এবং চট্টগ্রামের ব্যাবয়িক প্রতিনিধিদের সংযোগ তৈরি করেছি যাতে তারা তাদের বিনিয়োগের অর্থ এবং ব্যাবসায়িক যাবতীয় পরার্মশ অভিজ্ঞ ব্যাবসায়িদের কাছ থেকে পায় |

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও ক্লাব চাটার্ড নাইট উদযাপন করে প্রোগ্রামের সফলতার বক্তব্য দিতে গিয়ে ক্লাব প্রেসিডেন্ড এএকেএম শহিদ উল্লাহ চৌধুরী জানান সকল পার্টিসিপেন্ট, বিজ্ঞবিচারক মন্ডলি, সিনিয়র রোটারিয়ান বৃন্দ, গণমাধ্যম কর্মী, উপস্তিত সন্মানিত সমাজের গন্যমান্য গুনিজন, ক্লাবসদস্য এবং সর্ব্বোপরি এই ইনোভেটিভ বিজনেস আইডিয়া কনটেস্ট ২০২৫ ও চার্টার নাইট এর সার্বিক সার্থকতা ও সহযোগিতাই রোটারিয়ান সরোজ বড়ুয়া এবং ক্লাবের বিভিন্ন কমিটির মেম্বারদের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম এরিস্টোক্রেটের সদস্য রোটারিয়ান প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, এডভোকেট জোবাইর হোসেন শিবলু, স্থপতি মিজানুর রহমান, প্রকৌশলী মোহাম্মদ ইমরান, মনোয়ারুল হক এফসিএমএ , ডা. জয়নাল আবেদীন মুহুরি, সাদমান সাইকা সেফা, এস.এম. মুহিবুরর রহমান, আরমান উল হাকিম, আব্দুল কাইযুম ফরহাদ, মো. শামীম রেজা, নাজমুল বিন আবেদিন, আকরামুল হাকিম চৌধুরী, সরোজ বড়ুয়া, আলি নূরি মিল্টন, সৈয়দ জালাল উদ্দিন রোম্মান, ফয়সাল কবির, মোহাম্মদ হাসান, অলকা তাইমুর, তারভির আহম্মেদ, মাফরুল হক, ফয়েজ এম তাইমুর, মোহাম্মদ হাসান উদ্দিন, নাজমা বেগম, ডা. মো. নাজিম উদ্দিন, খালেদ রায়হান এবং এরিস্টোক্রেট পরিবারের সদস্যবৃন্দ।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট