চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক: ইদ্রিস আলী

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৫ | ১১:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, আজকে আমরা যে মহান নেত্রীর জন্য দোয়া করতে সমবেত হয়েছি, তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপসহীনতার মূর্ত আদর্শ। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বারবার নির্ভীক ভূমিকা রেখেছেন। বেগম খালেদা জিয়াকে বলা হয় ‘মাদার অফ ডেমোক্রেসি’। এই উপাধি তিনি অর্জন করেছেন দেশের মানুষের জন্য বারবার কারাবরণ ও কঠিন সংগ্রাম করার মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এদেশে গণতন্ত্র ফিরে এসেছিল।

তিনি রবিবার (৩০ নভেম্বর) বাদ মাগরিব নগরীর চালিতাতলী বাজারস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, আজকে দেশে কঠিন ক্রান্তিকাল চলছে। দীর্ঘদিন ধরে জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই পরিস্থিতিতে দেশনেত্রীর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসা অত্যন্ত জরুরি। তার নেতৃত্বেই বাংলাদেশের মানুষের হারানো অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার হবে। তিনি আমাদের কাছে শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের আস্থার শেষ আশ্রয়স্থল।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকল নেতাকর্মী দেশনেত্রীর দ্রুত সুস্থ হয়ে রাজনীতির মাঠে ফিরে আসার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন। মোনাজাতে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং শান্তি সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চালিতাতলী বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শামসুল হুদা আল কাদেরী ও সহকারী ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, হাজী মোহাম্মদ আলম, আশরাফ মিয়া সওদাগর, সহ সাধারণ সম্পাদক আনিসুদ্দৌলাহ সোহেল, জানে আলম সোহেল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি হাজী মোহাম্মদ তৈয়ব, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন হিরু ও পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসমাইল মির্জা সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট