
অস্বাস্থ্যকর পরিবেশ, তেলাপোকা, মাছি ও ইদুরের উপস্থিতি পাওয়ায় চট্টগ্রাম নগরীর দুই সাধু মিষ্টি ভান্ডারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৩০ নভেম্বর) জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে লালদীঘি কেসিদে রোড়ের মুখের মেসার্স সাধু মিষ্টান্ন ভান্ডার এণ্ড নোবেলটি রেস্টুরেন্টে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, যত্রতত্র খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, মাছি, তেলাপোকা, ইঁদুরের উপস্থিতিসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অপর দিকে একই অভিযানে কোতোয়ালি মোড়ের আদি সাধু মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়; লেবেলিং প্রবিধানমালা লংঘন, অনিবন্ধিত উপায়ে খাদ্য দ্রব্য বিক্রয়ের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর ইয়াছিনুল হক চৌধুরী, এবং সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন।
পূর্বকোণ/রাজীব/পারভেজ