চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শীতেই ‘নাগালের বাইরে’ শীতের সবজি

শীতেই ‘নাগালের বাইরে’ শীতের সবজি

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৫ | ১১:৩৯ পূর্বাহ্ণ

শীত আসি আসি করছে। বাজারেও হাজির হয়েছে শীতের হরেক রকম সবজি। কিন্তু সেসব সবজি যেন হাতে নেওয়া মানা! হঠাৎ করেই সব সবজির দাম বেড়ে গেছে। প্রতি কেজিতেই ২০-৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে দাম। আড়তদাররা বলছেন-চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম, তাই দামও বেড়েছে। তবে ক্রেতারা সেটি মানতে নারাজ। তাঁরা বলছেন সিন্ডিকেট করেই দাম বাড়ানো হয়েছে।

 

গতকাল নগরের বহদ্দারহাট ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে ঘুরে দেখা গেছে, প্রায় সব সবজির দামই ৭০ টাকার ওপরে। এমনকি যে আলু এতদিন এই দুর্মূল্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিয়ে আসছিল- সেটির দামও বেড়েছে। এর বাইরে পেঁয়াজ নিয়ে অস্বস্তি তো আছেই। শীতের অন্যতম সবজি বলা হয়Ñফুলকপি, কাকরোল, বাঁধাকপি, শিমকে। বাজারে গত এক মাস ধরে এসব সবজি মিলছে। কিন্তু দাম কমছে না। এর মধ্যে ফুলকপি ৮০, কাকরোল ১৬০, বাঁধাকপি ৬০-৭০, শিম ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন, বরবটি, মুলার দামও ৭০ টাকার আশপাশে। অন্যদিকে আলু গত কয়েকমাসে ১০০ টাকায় ৫ থেকে ৭ কেজি পর্যন্ত মিলেছে। কিন্তু সেই আলু এখন প্রতিকেজি ২৫ টাকায় উঠেছে।

 

বহদ্দারহাটে সবজি কিনতে এসে ক্ষোভ উগরে দিলেন গৃহবধূ হালিমা বেগম। তিনি দৈনিক পূর্বকোণকে বলেন, ‘শীত এসে গেছে, শীতের সবজিও মিলছে। কিন্তু মুখে নেওয়ার সাধ্য যেন নেই। হঠাৎ করেই সব সবজির দাম বেড়ে গেছে। মনে হচ্ছে সিন্ডিকেট করেই ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। বাজারে তদারকি থাকলে এমনটা হতো না।’

 

তবে রিয়াজউদ্দিন বাজার আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী বলেন, ‘উৎপাদন কম হওয়ায় চট্টগ্রামে উত্তরবঙ্গ থেকে সবজি আসছে কম। আবার এখন দেশে আড়তের সংখ্যা বাড়ায় চাহিদা অনুযায়ী আমরা সবজি পাচ্ছি না। এ কারণে দাম বেড়েছে। আশা করছি ডিসেম্বরে সরবরাহ বাড়বে। তখন থেকে দামও কমতে পারে।’

 

পাইকারি বাজারে গত এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম কমতির দিকে আছে। এর কিছুটা প্রভাব পড়েছে খুচরা বাজারেও। গতকাল আগের সপ্তাহের চেয়ে ৫-১০ টাকা কমে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১২০ টাকা পর্যন্ত। এছাড়া মুরগি, মাছসহ অন্যান্য পণ্যের দামে তেমন একটা হেরফের হয়নি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট