
চট্টগ্রামের এক ব্যবসায়ীকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীকে রায়হান বলেন, ‘তোকে গুলি করে মারব না, ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব।’
শুক্রবার (১৫ নভেম্বর) রাতে বিদেশি নম্বর থেকে ফোন ও এসএমএসের মাধ্যমে এ হুমকি আসে বলে দাবি করেছেন ব্যবসায়ী ইমতিয়াজ সুলতান ইকরাম।
এর আগে উক্ত ব্যবসায়ীর স্ত্রী কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে বড় সাজ্জাদ, রায়হান, ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
হুমকি পাওয়া ব্যবসায়ী ইকরাম বলেন, ‘গতকাল শুক্রবার রাত ৮টার সময় একটি বিদেশি নম্বর থেকে ফোন আসে। রিসিভ করার পর বুঝতে পারি, সন্ত্রাসী রায়হানের কল। তিনি আমাকে খুন করার হুমকি দিয়েছেন। পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সঙ্গে সঙ্গেই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পরে হোয়াটসঅ্যাপে পাঠানো খুদে বার্তায় রায়হান বলে, ‘অপেক্ষা কর, ওয়েট অ্যান্ড সি। তুকে গুলি করে মারবো না, ব্লেড দিয়ে কুচিয়ে কুচিয়ে মারবো।’ মেসেজে রায়হান আরও লিখেছেন, ‘তোর মামলার এক নম্বর আসামি আমি, ধরে রাখ। আমি কতটা খারাপ; যেদিন চোখের সামনে দেখবি, সেদিন বুঝতে পারবি। স্বাগতম মুখে না আওয়াজে হবে।’
ইকরাম ইট ও বালু সরবরাহের ব্যবসা করেন। আর তার স্ত্রী রুমা আক্তার স্মৃতি নগরীর একটি বুটিক ও বিউটি পার্লারের মালিক।
পূর্বকোণ/পারভেজ