
চট্টগ্রামের এনায়েত বাজারে ব্যবসায়ী আকাশ দাশকে ছুরিকাঘাতে হত্যার মূলহোতা সানি ও ইউসুফকে ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এনায়েত বাজারের কসাই পাড়ায় রাত দেড়টার দিকে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে কয়েকজন যুবক মিলে আকাশকে এলোপাতাড়ি আঘাত ও বেপরোয়া ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে স্থানীয় কয়েকজন এসে আকাশকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ