
চট্টগ্রামের হালিশহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে মেসার্স গাউসিয়া সুইটস এন্ড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান তুরান এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, গাউসিয়া সুইটস এন্ড বেকারিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং অসম্পূর্ণ লেবেলিংসহ নানা অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পূর্বকোণ/এএইচ