চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিলেটে গ্রেপ্তার

চট্টগ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিলেটে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২৫ | ১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার রাজারহাট বাজারে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও ৯।

 

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের সুনামগঞ্জ সদর থানার কাজির পয়েন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম রাঙ্গুনিয়া থানার রাজাভূবন এলাকার নূর আহমদের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাজির পয়েন্ট এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। সালাম রাঙ্গুনিয়া থানার ৪টি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাকে সুনামগঞ্জ জেলার সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট