
চট্টগ্রামে ‘মব’ তৈরি করে হাসপাতাল থেকে এক যুবককে তুলে নিয়ে টাকা আদায়ের ঘটনায় আলোচনার একদিন পর ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম ফয়সাল মাহমুদ (৩০), তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশের ভাষ্য।
মঙ্গলবার নগরীর গোল পাহাড় এলাকা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে এক মামলায় ‘তদন্তে প্রাপ্ত’ আসামি করা হয়।
গত রোববার সন্ধ্যায় কিছু যুবক ‘মব’ তৈরি করে নগরীর পাঁচলাইশ পার্কভিউ হসপিটাল থেকে ফয়সালকে মারধর করে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। এ সময় তারা ফয়সালকে আটকে রেখে মারধর করে ২০ লাখ টাকা দাবি করে বলে অভিযোগ উঠে।
ওই ঘটনায় ফয়সালের বাবা জসিম উদ্দিনের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়ে পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান সোমবার রাতে বলেছিলেন, “হাসপাতাল থেকে ‘মব’ সৃষ্টি করে মারধর করে অপহরণ করা হয়েছিল ফয়সাল মাহমুদকে। তাকে তারা নিয়ে আটকে রেখে চাঁদা দাবি করে ৪০ হাজার টাকা আদায় করেছিল।”
ওই মামলায় বলা হয়, ফয়সাল মাহমুদ গত চার বছর ধরে চট্টগ্রামে একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন। রোববার সন্ধ্যায় তিনি পার্ক ভিউ হাসপাতালে ‘ডক্টরস ভিজিটে’ যান।
রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক গিয়ে হাসপাতালের চতুর্থ তলা থেকে তাকে ‘মব’ সৃষ্টি করে কিল ঘুসি মেরে একটি মাইক্রোবাসে করে রাউজানের গহিরা এলাকায় তুলে নিয়ে যায় এবং পরিত্যক্ত একটি ভবনে আটকে রেখে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ফয়সাল তার সাথে থাকা দুই হাজার টাকা তাদের দেন।
সোমবার সকালে তারা ফয়সালকে ভয় দেখিয়ে রাউজানে একটি বুথ থেকে ১৮ হাজার টাকা তোলেন। সকাল সাড়ে ১১টার দিকে তারা ফয়সালকে নিয়ে জিইসি মোড়ের একটি বুথ থেকে দুই ধাপে মোট ৪০ হাজার আদায় করেন। পরে তারা ভয়ভীতি দেখিয়ে চকবাজার থানাধীন প্যারেড মাঠে এনে ছেড়ে দেন।
ফয়সালের বাবার করা মামলায় মোহাম্মদ আবুল হোসেন সাজ্জাদ ওরফে আদর (৩২), আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭), শাহাদাত হোসেন শান্ত (২০), আমিনুল এহসান ফাহিম (২৫) নামে পাঁচ জনকে আসামি করা হয়।
তাদের মধ্যে পুলিশ আশরাফুল আমিন, মো. তারিক আসিফ, শাহাদাত হোসেন শান্তকে গ্রেপ্তার করেছে। সূত্র: বিডিনিউজ
পূর্বকোণ/আরআর/পারভেজ