চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামে হাইওয়ে সুইটসের মিষ্টিতে তেলাপোকা, দেড় লাখ টাকা জরিমানা

হাইওয়ে সুইটসের মিষ্টিতে তেলাপোকা, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২৫ | ৫:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় মিষ্টিতে তেলাপোকাসহ নানা অপরাধে হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (৯ নভেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

 

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, হাইওয়ে সুইটস নামক প্রতিষ্ঠানে মিষ্টির শিরার মধ্যে ছোট-বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে পড়ে থাকা ও অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার কারণে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া পণ্যের মোড়ক বিধি লঙ্ঘণ করায় মুক্তি ফার্মেসিকে দশ হাজার টাকা, মেয়াদিবিহীন খাদ্য দ্রব্য বিক্রি করায় ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেট নামক একটি দোকানকে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে প্রক্রিয়াকরণের জন্য নিউ প্রিন্স হোটেলেকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট