চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান টেকভাইটাল সিস্টেম লিমিটেডের যাত্রা শুরু

চট্টগ্রামে রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান টেকভাইটাল সিস্টেম লিমিটেডের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

৭ নভেম্বর, ২০২৫ | ৯:৫৯ অপরাহ্ণ

মানবদেহের সবধরনের জটিল অস্ত্রোপচারসহ বিভিন্ন রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আধুনিক যন্ত্রপাতি নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে টেকভাইটাল সিস্টেম লিমিটেড ।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে নগরীর জিইসি মোড় ইফকো কমপ্লেক্সে এই প্রতিষ্ঠানের চট্টগ্রাম শাখার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়। এখন থেকে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলায় সেবা প্রদান করা হবে।

টেকভাইটাল সিস্টেমের প্রধান পরিচালন কর্মকর্তা তানজিনা হোসেন বলেন, উন্নত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে এখন থেকে চট্টগ্রামে উন্নত মানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবেন তারা। এতে এই অঞ্চলে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও সাধারণ মানুষকে প্রতারণা থেকে দূরে রাখা সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।

বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের পরিচালক ও ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট