চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের ত্রৈমাসিক সভা ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের ত্রৈমাসিক সভা ও ঈদে মিলাদুন্নবী উদযাপন

বিজ্ঞপ্তি

৬ নভেম্বর, ২০২৫ | ২:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ফোরামের ত্রৈমাসিক সভা ও ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

 

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মুরাদপুরস্থ হোটেল জামানের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ফোরামের সভাপতি ছৈয়দ মুহাম্মদ আবু ছাঈদের সভাপতিত্বে ও মাওলানা কাজী মুহিউদ্দীনের সন্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেজিস্ট্রার এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার খন্দকার জামিলুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কনের স্থায়ী ঠিকানার রেজিস্ট্রার কতৃক অফিস কেন্দ্রিক বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা, কাজীদের পেশাগত বয়স সীমা আমৃত্যু নির্ধারণ ও কাজীদের মৃর্ত্যু, অবসর জনিত কারণে তাদের যোগ্য সন্তানদের নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। এসব দাবি আদায়ে সরকারের উচ্চ পর্যায়ে জানানোরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।

 

এসময়  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হারুন শাহ মুজাদ্দেদি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী শাকের আহমদ চৌধুরী, কাজী এ.কিউ.এম একরামুল হক চৌধুরী, কাজী মাহমুদুল হক নঈমী, কাজী মুহাম্মদ ইউসুফ, কাজী আহমদ ছগীর, কাজী জাহাঙ্গীর আলম, কাজী সাইফুদ্দিন মামুন, কাজী আব্দুল হামিদ, কাজী খাইরুল আলম, কাজী মামুনুর রশিদ, কাজী এনামুল হক, কাজী শাহী এমরান, কাজী জিয়াউর রহমান, কাজী মাহমুদুল হক, কাজী আব্দুল আজিজ, কাজী নজরুল ইসলাম, কাজী সিরাজুল ইসলাম, কাজী আশরাফুদ দৌলা, কাজী আবদুস সোবহান প্রমূখ।

 

সভা শেষে মিলাদ কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মীর মুহাম্মদ কাজী হাছানুল করিম মুনিরি।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট