চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব: আসলাম চৌধুরী
বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব: আসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৫ | ১১:০০ অপরাহ্ণ

বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। বুধবার (৫ নভেম্বর) ঢাকায় এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।

 

তিনি বলেন, নির্বাচন যখন হয় আর কি, আমি অংশগ্রহণ করব,  সেজন্য মনোনয়ন বাদ দেওয়ায় আমি মনে করি না কোন আলোচিত বিষয়। যখন তফসিল ঘোষণা করে তখনই এগুলো আলোচিত বিষয়, এর আগে অনেকের নাম আসবে, অনেক কিছু হবে, বিভিন্ন দল বিভিন্নভাবে হবে। এটা হতেই পারে। ফাইনালি বুঝে নিবেন আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি, দলের জন্য যেটুকু করার করেছি।

 

তিনি আরও বলেন, সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সাথে আছে, সেজন্য আমি বিশ্বাস করি জনগণের প্রতি সবার সম্মান থাকবে। সে হিসেবে মনোনয়ন কোন বিষয় বলে আমি মনে করি না, যথা সময়ে এগুলো ঠিকভাবে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন করব এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনে। আমি বারবার কথাটা বলছি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট