চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে উদযাপিত হলো এসিসিএ-ডে ২০২৫

৩০ অক্টোবর, ২০২৫ | ৩:২৫ অপরাহ্ণ

বিশ্বব্যাপী স্বীকৃত Association of Chartered Certified Accountants (ACCA) যোগ্যতার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে বন্দরনগরী চট্টগ্রামে প্রফেশনাল চার্টার্ড একাউন্টেন্সি  কোর্স পরিচালনাকারী প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB) ও ACCA বাংলাদেশের  যৌথ আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো  ‘ACCA Day 2025 – চট্টগ্রাম’।  নগরীর এলজিইডি অডিটোরিয়ামে আয়োজিত এই  অনুষ্ঠানে শিক্ষার্থী, পেশাজীবী ও শিক্ষাবিদরা অংশ নেন।

অনুষ্ঠানে আধুনিক আর্থিক খাতে পেশাজীবীদের পরিবর্তনশীল ভূমিকা, ACCA’র মাধ্যমে বৈশ্বিক ক্যারিয়ার সুযোগ এবং শিল্প বিশেষজ্ঞদের সাফল্যের গল্প নিয়ে আলোচনা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাউমা খান, FCCA, কান্ট্রি ম্যানেজার, ACCA বাংলাদেশ। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পেশাগত যোগ্যতা অর্জনের অনুপ্রেরণা দেন।

বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন, ACA, FCCA (সিইও ও সিএফও, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল), এরফানুল হক, ACCA (এজিএম – অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, ইয়ংওয়ান বাংলাদেশ), এবং মোহাম্মদ বারকাত শফি, BBA, MBA, ACCA (এজিএম ও হেড অব ইন্টারনাল অডিট, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি)।

এছাড়া ACCA বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ ওয়ালীউল মঞ্জুর (সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার) এবং শিকদার সাদ রাযযাক (বিজনেস রিলেশনশিপ এক্সিকিউটিভ)।

উল্লেখ্য চট্টগ্রামের একমাত্র ACCA অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান (Approved Learning Partner) হিসেবে PSB বিশ্বমানের অ্যাকাউন্টেন্সি শিক্ষা ও পেশাগত উৎকর্ষে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মহি উদ্দিন সুমন , প্রতিষ্ঠাতা ও সিইও, প্রফেশনাল স্কুল অব বিজনেস (PSB), সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং তরুণ প্রজন্মকে বৈশ্বিক অর্থনীতি ও পেশাগত দিগন্তে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট