চট্টগ্রাম শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম নগর থেকে দক্ষিণ জেলা আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগর থেকে দক্ষিণ জেলা আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৫ | ৮:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও কৃষি বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলারকে আটক করেছে পুলিশ। রবিবার ( ২৬ অক্টোবর) রাতে নগরীর মেহেদীবাগের বাসা থেকে  প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে খুলশী আবাসিক এলাকা থেকে  গ্রেপ্তার করা হয় গোলাম ফারুক ডলারকে। 

 

গোলাম ফারুক ডলারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

চকবাজার থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রদীপ দাশকে নগর ডিবি পুলিশ নগরীর মেহেদীবাগ এলাকার একটি বাসা থেকে  গ্রেপ্তার করে চকবাজার থানায় হস্তান্তর করে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট