
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে দৈনিক পূর্বকোণ আয়োজিত ‘চিকিৎসা, সহানুভূতি ও সমাজ- একত্রে স্তন ক্যান্সার প্রতিরোধে’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় চলমান ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাসের কার্যক্রমের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পিজিএস একাডেমিয়ার চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এ. কে আজাদের সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, আইসিডিডিআরবি এর সংক্রামক বিভাগের সিনিয়র পরিচালক এবং ভাইরলজি ল্যাব ও জেনম সেন্টারের প্রধান ড. মুস্তাফিজুর রহমান, সিএসসিআর এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শামসুন্নাহার, মানসিক রোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ মাহফুযুল হক, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. রওশন মোরশেদ, সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুদ করিম, রেডিওথেরাপী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.ফারহানা আকতার, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাকেরা আহমেদ, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা.নাজমা মাহবুব, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সায়েরা বানু শিউলী, ক্যান্সার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাকিবুল হাসান, দৈনিক পূর্বকোণের পরিচালক রাইসিনা চৌধুরী, দৈনিক পূর্বকোণের চিফ রিপোর্টার মো. সাইফুল আলম, বিডি নিউজ ২৪ ডট কমের সিনিয়র রিপোর্টার মিন্টু চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, চট্টগ্রামে এই বৎসরের ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম সারাদেশে সাড়া জাগিয়েছে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সিএসসিআর, পিজিএস একাডেমিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, প্রচার মাধ্যমের সহযোগিতায় বিষয়টি চট্টগ্রামের সাধারণ জনগণের মাঝেও সাড়া ফেলেছে। ফলে বিভিন্ন সরকারি বেসরকারি স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংস্থা, অভিজাত ক্লাব-সবাই এই সচেতনতা কার্যক্রম পালন করেছেন। তিনি আজকের এই উদ্যোগের জন্য দৈনিক পূর্বকোণকে ধন্যবাদ জানান এবং উপস্থিত বিজ্ঞ আলোচকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূর্বকোণ/পিআর