চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৫ | ৮:০২ অপরাহ্ণ

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দিবসটি উপলক্ষে বিআরটিএ চট্টগ্রাম, জেলা প্রশাসন চট্টগ্রাম এবং সওজ চট্টগ্রাম সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে।

কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি নগরীর ইস্পাহানি মোড় থেকে শুরু হয়ে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, জেলা প্রশাসন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহদ্দীন চৌধুরী, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আবছা রহিম, সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের মহাসচিব মোরশেদুল আলম কাদেরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট