চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫ | ২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বেটার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় বেটার্মিনাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়ে গেল।

 

শামীম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

 

খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক অনুসন্ধানের পর বিষয়টি বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধার করার সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বন্দর থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট