চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ কলেজে পাস করেনি কেউ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে চার কলেজে পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৫ | ৩:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করেননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, নগরীর চান্দগাঁও এলাকার মেরন সান কলেজ থেকে দুইজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দু’জনের কেউ পাস করেনি। মেরিট বাংলাদেশ কলেজ থেকে শুধুমাত্র একজন পরীক্ষা দিয়েছে। তিনি অকৃতকার্য হয়েছে। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়েছে। সে অকৃতকার্য হয়েছে। এ ছাড়া নগরের পাঁচলাইশ এলাকার চট্টগ্রাম জেলা কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিলেও পাস করেননি।

ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করেছে ৫২ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। এই বোর্ডে পাসের হারের মতো জিপিএ-৫ নেমেছে প্রায় অর্ধেকে। গত বছর ১০ হাজার ২৬৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, এ বছর পেয়েছেন মাত্র ৬ হাজার ৯৭ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট