
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হাজিরপুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে খবর পেয়ে পুলিশ খাল থেকে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, খালে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩০ে থেকে ৩৫ বছর হতে পারে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য লাশ চমেকের মর্গে পাঠানো হয়েছে। আমরা আশপাশের থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করছি এবং স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। এছাড়া খালের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। যাতে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম হয়ে থাকলে তা চিহ্নিত করা যায়।
পূর্বকোণ/পিআর/এএইচ