
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রদল।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ব্যালট ও কালি নিয়ে অভিযোগ জানানোর পর ক্যাম্পাসে গুজব ছড়িয়ে পড়ে ছাত্রদল নির্বাচন বর্জন করতে পারে। তবে সেটি নাকচ করে দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। নির্বাচন কমিশনের আসল রূপ আমরা ছাত্রদের সামনে, জাতীর সামনে উম্মোচন করবো।’
এর আগে দুপুর ১২টার দিকে ছাত্রদলের ভিপিপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করেন, ‘নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও বাস্তবে তা মানা হয়নি। প্রশাসন ইতিমধ্যে তাদের দায় স্বীকার করেছে। এটা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। পাশপাশি সই ছাড়া কিছু ব্যালট প্রদানের অভিযোগও তোলে ছাত্রদল। নির্বাচন কমিশনও সেটি স্বীকার করে নিয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, ‘একই সাথে ছবিযুক্ত ভোটার তালিকা এবং আইডি কার্ড থাকায় ভোট গ্রহণের কোনো নিরাপত্তা শঙ্কা হবে না৷ যে ১২টি সাক্ষর ছাড়া ব্যালট গেছে সেটা আমরা শুনেছি, সে বিষয়ে কথা বলেছি। এগুলো অসাবধানতার কারণে প্রথমবার নির্বাচনের কারণে হয়েছে। সেগুলো ব্যালট বক্স খোলার পর আমরা আলাদা করে রাখবো। ভোটের সংখ্যা গণনা করার সময় এইগুলোর হিসাব বসে সমাধান করা হবে।’
পূর্বকোণ/পিআর