চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চমেক হাসপাতালে এসি বিষ্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

চমেক হাসপাতালে এসি বিষ্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৫ | ৪:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় কাজ করতে গিয়ে এসি বিষ্ফোরণে আহত টেকনিশিয়ান শওকতের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটায় হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।

 

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডে ওয়ার্ডে এসি বিস্ফোরণ ঘটে। এসময় শওকত সাততলা থেকে নিচে পড়ে যান। আর তানভীর ও মিশকাত নামের আরও দুই শ্রমিক দগ্ধ হন।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, তারা ওই ওয়ার্ডের বাইরের দিকে এসির কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়তো এ বিষ্ফোরণ ঘটেছে। এতে পিডিবির ৩ আউটসোসিং কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে তানভীর ও মিশকাত নামে দুইজনকে দগ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট