
চট্টগ্রামের কর্ণফুলীতে নতুন বিবাহিত এক দম্পতি বাসর ঘরে ঢোকার পরই ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত বিয়েবাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। অস্ত্রের মুখে সবাইকে ভয়ে রেখে ১০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ টাকা লুটে নিয়েছে ডাকাত দল।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার মোহাম্মদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন ছিল নবদম্পতির বাসর রাত।
আজ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ। এ সময় ডাকাতদের ফেলে যাওয়া একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
ভুক্তভোগী বর আরিফুল ইসলাম বলেন, শনিবার আমার বিয়ের অনুষ্ঠান শেষে বউ নিয়ে রাত একটার দিকে ঘরে আসি। কিছুক্ষণ পর একটি হায়েস গাড়িতে করে ৮ থেকে ১০ লোক ডিবি পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে তল্লাশি শুরু করে। তাদের মুখে মাস্কপরা ছিল। হাতে ছিল অস্ত্র।
তিনি আরও বলেন, তারা ঘরে থাকা আমার নতুন বউ, আমার মা এবং বিয়েতে আসা নারী অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় আলমারিতে রাখা নতুন বউয়ের ৬ ভরি ও আমার মায়ের ৪ ভরি স্বর্ণসহ অতিথিদের কানের দুল, আংটি, মোবাইল ফোন, উপহার সামগ্রীসহ নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।
আরিফুল ইসলামের ছোটভাই মোহাম্মদ আলমগীর বলেন, ঘটনার সময় পুলিশ আমাদের বাড়ির কাছেই ছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেটকারে তাদের পিছু নিই কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি উদ্ধারসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং থানায় মামলা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পারভেজ