চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার, অপহরণের মূলহোতাসহ গ্রেপ্তার ৫

চট্টগ্রামে অপহৃত যুবক উদ্ধার, মূলহোতাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৫ | ২:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে অপহৃত যুবককে উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় অপহরণের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- মুছা (২২), মো. সোহেল (২৫), মো. রিয়াজ (২৪), মো. তাসিন (২৩) ও মো. রায়হান (২৬)।

শনিবার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টায় বন্দরটিলা আয়াশার মার গলি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গত ১০ অক্টোবর রাত ৯টা ১০ মিনিটে মো. সবুজ ফরাজী নামে যুবককে বন্দরটিলা সিটি কর্পোরোশন এলাকা থেকে ১১-১২ জন লোক চড়-থাপ্পড় মেরে রিকশায় তুলে আয়াশার মার গলী জুয়েলের রিক্সার গেরেজে আটকে রাখে। পরে তার স্ত্রীর মোবাইলে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। সবুজ বাগেরহাট জেলার শরণকোলা থানার বকুলতলা এলাকার বাসিন্দা। তিনি সিইপিজেডে চাকরি করতেন।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, এ ঘটনায় গতকাল রাত পৌনে ১২টায় বন্দরটিলা আয়াশার মার গলি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের মূলহোতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ইপিজেড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট