চট্টগ্রাম শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে এক ট্রাক চালকের ছুরিকাঘাতে অন্য চালক খুন

চট্টগ্রামে এক ট্রাক চালকের ছুরিকাঘাতে অন্য চালক খুন

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৫ | ২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামে দুই ট্রাক চালকের কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালককে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত সজীব চন্দ্র নাথের (৩০) বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর সদরঘাট জেটি গেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সজীব ও গ্রেপ্তার ইউসুফ হোসেন বিজয় (২৪) নগরীর সদরঘাটে হাক্কানি ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠানের ট্রাক চালাতেন। ইউসুফের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ে জেলায়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, একটি প্রতিষ্ঠানের আমদানি করা কাঁচামাল স্ক্র্যাপ (পরিত্যক্ত লোহা) বহনের জন্য দুটি আলাদা ট্রাক নিয়ে জেটি গেটের সামনে অপেক্ষায় ছিলেন সজীব ও ইউসুফ। এ সময় জেটিতে প্রবেশের সিরিয়াল আগে পাওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বিজয় সময় সজীবকে বুকে ছুরিকাঘাত করে।

ওসি বলেন, ঘটনার পর অন্য চালকরা সজীবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ইউসুফকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট